Forex treading

Forex Trading


ফরেক্স ট্রেডিংঃ


ফরেক্স বিজনেস মানে অনলাইনে ডলার কিনা বেচার ব্যাবসা। জেকোন লোক অনলাইনে রেজিস্ট্রেশন করে এ ব্যাবসা করতে পারে। অনলাইনে অনেকগুলো সাইট আছে জেগুলো থেকে আপনি এ ব্যাবসা করতে পারেন। এর মধ্যে কয়েকটির নাম এখানে উল্লেখ করা হলো যেমনঃ www.instraforex.com, www.Liteforex.com, www.roboforex.com, www.hotforex.com আরো অনেক সাইট আছে যেগুলো আমাদের জন্য বিশ্বস্ত নয়। আপনারা যদি আরো কোন সাইটের নাম জানেন তাহলে আমাকে জানাবেন। এখানে ব্যাবসা করা সহজ আপনি যদি ভালোভাবে ফরেক্স শিখতে পারেন তাহলে ফোরাম পোস্টিং করেও টাকা ইনকাম করতে পারবেন যা দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। এছাড়া অনেক ফোরাম সাইট আছে যেখান থেকে আপনি সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে জাবেন সাথে সাথে।


ফরেক্স ট্রেডিং করতে হলে যেসকল জিনিসের দরকার হবে।


১। আপনার একটি কম্পিউটার। ২। ইন্টারনেট কানেকশন। এবং ৩। কিছু অনলাইন মানি।


ফরেক্স করতে হলে যা কিছু মনে রাখা প্রয়োজনঃ


১। কারেন্সিপেয়ার বা মূদ্রা জোড়া। ২। লিভারেজ।
৩। পিপস।
৪। স্প্রিড।
৫। মার্জিন।
৬। ব্রোকার। 
নিম্নে উক্ত আইটেমগুলোর সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলোঃ




১। কারেন্সি পেয়ার বা মূদ্রা জোড়াঃ


ফরেক্স ট্রেডিং এ সকল মুদ্রা জোড়া আকারে থাকে এইভাবে মুদ্রা জোড়া আকারে থাকাকে কারেন্সিপেয়ার বলে।




২। পিপসঃ


পিপস এর মানে হচ্ছে কারেন্সিএর দশমিকের পরের চতুর্থ সংখ্যা বা বলা যায় পিপস হচ্ছে এক এর একশত ভাগের এক প্রচসেন্ট। যেমনঃ পিপস = ০.০০০১ অর্থাৎ এক সেন্টের একশত ভাগের এক ভাগ।




৩। লিভারেজঃ


লিভারেজ অর্থ ধার নেওয়া ধরুন একটি কমলার দাম ১০ টাকা কিন্তু আপনার কাছে আছে ৫ টাকা একটি কমলা কিনার জন্য আপনার আরো ৫টাকা দরকার এ ৫টাকা অন্য কারো কাছ থেকে ধার নিতে হবে আর এ ধার নেওয়ার মানেই লিভারেজ।

লিভারেজ ব্যবহারের সুবিধা ও অসুবিধাঃ


সাধারনত লিভারেজ ব্যবহার করে কম টাকায় বেশী ট্রেড ধরা যায়। ধরুন আপনার কাছে ৭০০ টাকা আছে এক্ষেত্রে আপনি একশত ডলার কিনতে পারবেন কেউ যদি আপনাকে ১০০০ ডলার কিনার ব্যবস্থা করে দেয় তাহলে আপনার ৭০০ টাকা বাদ দিয়ে বাকী টাকা লিভারেজ হিসাবে গন্য হবে। এক্ষেত্রে আপনি ১০০ ডলারে যদি ১০০ টাকা লাভ করেন তাহলে ১০০০ ডলারে ১০০০ হাজার টাকা লাভ হবার কথা। লিভারেজ ব্যবহারের ফলে আপনার লাভ বেড়ে যাবে। আবার আপনার ট্রেড যদি আপনার বিপক্ষে যায় সেক্ষেত্রে আপনার মূলধন হারাবার ভয় থাকে। সুতরাং ভেবে চিন্তে ট্রেড পরিচালনা করতে হবে। যাতে লিভারেজ আপনার পক্ষে কাজ করে।

৪। মার্জিনঃ


মার্জিন হচ্ছে ফরেক্সে আপানার বিনিয়োগকৃত অর্থ। মারজিন আর লিভারেজ একে অন্যের সাথে জড়িত।




৫। স্প্রিডঃ


ফরেক্স ট্রেডিং এ আপনি যখন কোন মুদ্রা কিনতে চাইবেন তখন আপনার কাছ থেকে একটি পারসেন্টিজ ব্রোকার হাউজ কেটে রাখবে এটাই স্প্রিড। যেমন ধরুন একটি মুদ্রার দাম 1.4345 আছে আপনি যখন কিনতে চাইবেন তখন আপনার কাছ থেকে 1.4347 টাকা চাওয়া হবে। এই দুই পয়সাই ব্রোকারের ইনকাম আর এটাই স্প্রিড।




৬। ব্রোকারঃ


আপনি যে ব্রোকার হাউজের সাথে ট্রেডিং করবেন সেটি অবশ্যই বিশ্বস্ত হতে হবে অন্যথায় আপনার টাকা মেরে দেওয়ার ভয় আছে। সুতরাং যে ব্রোকার হাউজের সাথেই আপনি ট্রেডিং করুন না কেন বুঝে শুনে ট্রেড শুরু করুন। আমার জানামতে দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে ভালো ব্রোকার হাউজ হচ্ছে ইনস্টাফরেক্স ও লাইটফরেক্স বাকি আনেক ট্রেডিং সাইট আছে সেগুলো ততটা বিশ্বস্ত না।




ব্রোকার সিলেকশনঃ


ফরেক্স ট্রেডিং করতে হয় সাধারনত যেকোন একটি ব্রোকার সাইট এর মাধ্যমে তাই আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে যেকোন একটি ব্রোকার সাইট এ গিয়ে রেজিষ্ট্রিশন করে একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং পরিচালনা করতে পারবেন। তাবে ব্রোকার সিলেক্ট করার আগে আপনাকে ভেবে দেখতে হবে ব্রোকার সাইট টি কতটা জনপ্রিয় এবং এদের পেমেন্ট ব্যবস্থা কেমন সবকিছু চিন্তা করে আপনাকে ব্রোকার সাইট সিলেক্ট করতে হবে। সবকিছু বিবেচনা করা যদি ভালো মনে হয় তাহলে আর দেরি না করে রেজিষ্ট্রেশন কর ট্রেড চালিয়ে যেতে পারেন।


ফরেক্স ব্রোকার চেনাঃ


<>ফরেক্স ট্রেডিং করতে হলে সাধারনত যেকোন Forex broker সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। ইন্টারনেটে google search Engine এ Forex broker লিখে সার্চ দিলে শত শত ব্রোকার সাইটের নাম পেয়ে যাবেন এখান থেকে বেছে বেছে যে ব্রোকার সাইট আপনার পছন্দ হবে সেটিতে আপনি রেজিষ্ট্রেশন করে আপনি ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে পারবেন। আমি এখানে কয়েকটি ব্রকার সাইট নিয়ে আলোচনা করলাম যেগুলো আমাদের জন্য ভালো।


1. Instaforex.com


Instaforex.com এ সাইটটি একটি অত্যান্ত জনপ্রিয় ও বিশ্বস্ত একটি সাইট। Instaforex.com সাইট বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্য একটি অত্যান্ত জনপ্রিয় সাইট।


2.Liteforex.com


Liteforex.com সাইটও জনপ্রিয় একটি সাইট। এ সাইটটিও নতুন ট্রেডারদের জন্য ভালো একটি সাইট।


3.Hotforex.com


এ সাইটটিও একটি অত্যান্ত জনপ্রিয় সাইট এ ব্রোকার সাইট থেকে ট্রেডিং করে আপনি আনায়াসে লাভা করতে পারবেন।


আপনি এ সাইটগুলোতে একাউন্ট খুলতে পারেন তবে মনে রাখতে হবে একাউন্ট আবার দু'ধরনের


1. Demo Account.


এ একাউন্টের মাধ্যমে আপনি যকোন ব্রোকার সাইটে ট্রেডিং করে ফরেক্স শিখতে পারবেন। এক্ষেত্রে আপনার কোন টাকা লাগবে না। ব্রোকার সাইট আপনাকে টাকা দিবে। আপনি এ টাকা তুলতে পারবেন না। শুধুমাত্র ট্রেড পরেচালনা করে ট্রেড শিখতে পারবেন। লাভ হলেও আপনি এ টাকা তুলতে পারবেন না আবার লস হলেও আপনাকে কোন টাকা প্রদান করতে হবে না।




2.Real Account.


এ একাউন্টের মাধ্যমে আপনি অনলাইনে সুত্যিকারের ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ একাউন্টে আপনাকে নুন্যতম কিছু টাকা জমা করতে হবে যা দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন। এখান থেকে আপনি লাভ করে টাকা উত্তোলন করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মূলধন সহ সকল টাকা উত্তোলন করে নিয়ে নিতে পারেন।


Comments