3 kind of income

ইউ নিমার গ্রুপের মেম্বাররা তিন ধরনের ইনকাম করতে পারে।
প্রথম
সরাসরি মার্কেটিং করার মাধ্যমে ইনকাম এটাকে বলা হয় ওর ওয়ার্কিং প্রফিট অর্থাৎ নিজে কাজ করার মাধ্যমে যে পরিমান লাভ করতে পারবে সেটাই হবে তার ইনকাম।
এটাকে বেসিক ইনকামও বলা হয়।যার অভিজ্ঞতা যত বেশি থাকবে এই খানে সে ততো বেশি লাভ করতে পারবে ইনকাম করতে পারবে এটার লিমিট নাই অর্থাৎ এই তিনটা আনলিমিটেড।

দ্বিতীয়

রেফারেল বোনাস:
এটা কি আপনারা সবাই জানেন একজন কে আপনি জানাতে পারলে অর্থাৎ জয়েন করতে পারলে তার তার জন্য আপনাকে একটা রেফারেল বোনাস দেওয়া হবে যেটা হবে 100 টাকা প্রথম অবস্থায় কিন্তু পরবর্তীতে এই সিস্টেমের আপডেট হলে পরিবর্তন করতে পারে শুধুমাত্র ম্যানেজমেন্ট। এটা একজন ব্যক্তি কাছ থেকে একবারই নেওয়া হয়ে থাকবে।
তবে একজন ব্যক্তি মিনিমাম এবং মেক্সিমাম কত জনকে জয়েন করতে পারবে তার কোন লিমিট নাই।

তৃতীয়

গ্রুপ পারফরম্যান্স বোনাস:

আপনারা যারা রেফার করবেন তাদের একটা গ্রুপ তৈরি হবে তার যতজনকে আপনি রেফার করবেন তাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে সেই গ্রুপে সবাই কিন্তু আবার প্রোডাক্ট সেল করবে আর সেই ছেলের উপর একটা কমিশন আপনি পাবেন এটা কে বলা হচ্ছে গ্রুপ পারফরম্যান্স বোনাস আপনার গ্রুপ যত বড় হবে আপনার বোন আছে এখান থেকে ততো বেশি হয়ে থাকবে।
এই গ্রুপ পারফরম্যান্স বোনাস কিসের ভিত্তিতে দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে একটা সিস্টেম আছে যে সিস্টেম কে ফলো করে গুরু পারফরম্যান্স বোনাস দেওয়া হয়ে থাকে।

Comments